যবিপ্রবিতে ‘ইইই ডে’ উদযাপন, নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
Jashore University of Science and Technology 02 April, 2022
আনন্দ শোভাযাত্রা, বেলুন উড়ানো, কেককাটা, আলোচনা সভাসহ নানা আয়োজনে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) ডে পালন করা হয়েছে। উল্লেখ্য যে, ২০১২ সালের ৮-ই ফেব্রুয়ারী প্রথম ব্যাচের শিক্ষার্থীদের ক্লাস শুরুর মাধ্যমে যবিপ্রবিতে ইইই বিভাগের যাত্রা শুরু হয়। এই দিনকেই ‘ইইই ডে’ হিসাবে প্রতিবছর উদযাপন করা হয়। কিন্তু করোনা পরিস্থিতির কারণে এই বছর ২-রা এপ্রিল এই দিবস পালন করা হল।
একইসঙ্গে বিজ্ঞান ও প্রযুক্তিতে একুশে পদক-২০২২ প্রাপ্তিতে যবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মোঃ আনোয়ার হোসেনকে সম্মাননা স্মারক তুলে দেয় বিশ্ববিদ্যালয়ের ইইই বিভাগ। একই দিন ২০২০-২১ শিক্ষাবর্ষের নতুন শিক্ষার্থীদের বরণ ও চূড়ান্ত শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা প্রদান করা হয়।
গত শনিবার (২-রা এপ্রিল) সকালে যবিপ্রবির বঙ্গবন্ধু শেখ মুজিব একাডেমিক ভবনের সামনে ‘ইইই ডে’ উপলক্ষে নানা অনুষ্ঠান পালন করে বিশ্ববিদ্যালয়ের ইইই বিভাগ। কেক কেটে ও বেলুন উড়িয়ে উক্ত অনুষ্ঠানের উদ্ধোধন করেন যবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মোঃ আনোয়ার হোসেন। এছাড়া, আনন্দ শোভাযাত্রা, শিক্ষার্থীদের বিভিন্ন ধরনের খেলাধূলা, শিক্ষকদের জন্য খেলাধূলা এবং সন্ধ্যায় বিভিন্ন বর্ষের শিক্ষার্থীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়। আর সোমবার (৪-ঠা এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে ইইই বিভাগের পক্ষ থেকে যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মোঃ আনোয়ার হোসেনকে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।
‘ইইই ডে’ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মোঃ আনোয়ার হোসেন বলেন, যবিপ্রবির ইইই বিভাগ একটি সমৃদ্ধশালী বিভাগ। শিক্ষক-শিক্ষার্থীদের গবেষণাকে তরান্বিত করতে নির্মাণাধীন স্যার জগদীশ চন্দ্র বসু একাডেমিক ভবনের নীচতলায় বিভাগটিকে একটি হাইভোল্টেজ ল্যাব করে দেওয়া হচ্ছে। আশা করি, চতুর্থ শিল্প বিপ্লব মোকাবিলায় এ বিভাগ থেকে আরও দক্ষ জনশক্তি তৈরি হবে।
ইইই বিভাগের চেয়ারম্যান ড. মো. তানভীর হাসানের সভাপতিত্বে নবীনবরণ ও চূড়ান্ত শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. সৈয়দ মো. গালিব, ইইই বিভাগের সহযোগী অধ্যাপক ও আইসিটি সেলের পরিচালক ড. ইমরান খান, সহযোগী অধ্যাপক ড. মো. আমজাদ হোসেন, সহকারী অধ্যাপক মেহেদী হাসান (জুয়েল), মো. তানভীর আহম্মেদ, প্রভাষক মো. আল-আমিন, মো. মোস্তাফিজুর রহমান, নাজমুল হাসানসহ বিভাগটির বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।